বিবাহ বহির্ভূত সম্পর্ক : সব চেয়ে কোন শহর এগিয়ে?

পিবিএ ডেস্ক: তথ্যপ্রযুক্তির বিচারে দেশের সেরা শহর হিসাবে গণ্য করা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রথম মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের অফিসও হয়েছিল এই শহরে। এরকম আরও অনের বিষয়েই দেশের সেরা এই শহর। সম্প্রতি আরও একটি কারণেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলেছে সে। আর সেটি হল বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্ক।

একটি ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে সব চেয়ে বেশি আগ্রহী বেঙ্গালুরুর বাসিন্দারা। এ ব্যাপারে বেঙ্গালুরুরা পিছনে ফেলেছে ভারতের বাকি সব শহরকে। ওই ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার বেঙ্গালুরুবাসী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন প্রায় ৪৩ হাজার ২০০ জন মহিলা ও ৯১ হাজার ৮০০ জন পুরুষ। যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে অন্যান্য শহরে এই সংখ্যাটা কী রকম তা অবশ্য জানায়নি ওই সংস্থা। তবে তারা এ ব্যাপারে এগিয়ে যে বেঙ্গালুরুই তা তারা নিশ্চিত করেছেন।

ওই ডেটিং সংস্থার রিপোর্ট বলছে, বাঁধাধরা সম্পর্কের বাইরে গিয়ে স্বাধীনতা ও উত্তেজনার খোঁজেই তাঁদের সাইটে নিজেদের নথিভূক্ত করিয়েছেন প্রায় ৪৩ হাজার মহিলা। ওই সংস্থার মার্কেটিং স্পেশালিস্ট এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এটা খুব ভুল হবে না, যদি বেঙ্গালুরুকে ভারতের ইনফিডেলিটি ক্যাপিটাল হিসাবে চিহ্নিত করা হয়।’’

ওই ডেটিং সাইটের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এক মহিলা বলেছেন, ‘‘সম্পর্কের এক ঘেয়েমি কাটাতে আমি ওই ডেটিং সাইটে নথিভুক্ত করি। ওই সম্পর্কের পর পরিবারের সঙ্গে আমার সম্পর্কের আরও উন্নতি হয়েছে।’

পিবিএ/এমআই

আরও পড়ুন...