বিবাহ বিচ্ছেদ আইন কার্যকর করছে সৌদি

পিবিএ ডেস্ক : সৌদি আরবে অনেক সময় স্ত্রীদের না জানিয়েই তালাক দেন স্বামীরা। তাতে অসম্মতি জানানো তো দূর, অনেক সময়ে খোরপোশের আবেদনটুকু জানানোরও সুযোগ পান না স্ত্রী। সেই সব নারীদের পাশে দাঁড়াতে নতুন আইন প্রনয়ণের পথে দেশটির সরকার। এখন থেকে কোর্টে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে সে কথা জানাতে হবে। আগামীকাল রবিবার থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। জেদ্দার বাসিন্দা, মহিলা আইনজীবী নাসরিন অল-গামদি জানান, সম্প্রতি এই ধরনের বেশকিছু বিচ্ছেদের আবেদন জমা পড়েছে কোর্টে। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আদালতের দ্বারস্থ হতে পারবেন।

রাজনৈতিক মহলের মতে, এসবই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ। দেশের সাধারণ জনগনকে তিনি যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন , তার ফলশ্রুতিতেই নারীদের দাবীগুলো পুরণ করা হচ্ছে। নারীদের গাড়ি চালানোর অধিকার দিয়ে, স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি দিয়ে এর আগেই আধুনিকতার দৃষ্টান্ত রেখেছে সরকার। বিচ্ছেদের এই আইন সেই তালিকায় নতুন সংযোজন। তবে অনেকের মতে, যত দিন না নারীরা নিজেদের অভিভাবকত্ব পাচ্ছেন, ততদিন তারা পিছিয়েই থাকবেন।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...