পিবিএ, ঢাকা: মর্মান্তিক ও হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গণফোরাম। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
এক যৌথ বিবৃতিতে বলেন, গোটা দেশবাসী যখন মহান একুশে ফেব্রুয়ারির জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে চকবাজারে দু’টি গাড়ীর সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ও হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পাশবর্তী ভবন সমুহে অগ্নিকাণ্ডে প্রায় ৮০ জন নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়। শত শত আহত ও কয়েকশত কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়।
নেতৃবৃন্দ উক্ত ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান। আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত নির্দোষ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবী জানান।
পিবিএ/বাখ