ঢাকা সিটি নির্বাচন

বিভিন্ন কেন্দ্রে ঢাকার বাহিরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ

পিবিএ,ঢাকা: আজ সকাল থেকে ঢাকা ২ সিটিতে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে কেন্দ্রের বাহিরে উৎসবমুখর পরিবেশ। ঢাকার পাশ্ববর্তী গাজীপুর, দোহার নবাবগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকাল থেকে নৌকার প্রার্থীদের পক্ষে বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সরজমিনে দেখা গেছে, ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখনপর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম বলে সিইসি নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে কেন্দ্রের বাহিরে ঢাকার আশপাশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উৎসবমুখর করে রেখেছেন। যদিও বিধি মোতাবেক বহিরাগত কোন ব্যক্তিই নির্বাচন কেন্দ্রের আশপাশে থাকতে পারবেন না।

দেখা গেছে, ঢাকা উত্তর সিটির উত্তরা হাই স্কুল কেন্দ্রের বাহিরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সা. সম্পাদক মোঃ জাহঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই অবস্থান করছেন। গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু দলবেধে নেতাকর্মীদের সাথে নিয়ে উত্তরার বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন।

ঢাকা দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ার ম্যান মোঃ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগ কেন্দ্রীয় নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন একইভাবে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। এব্যপারে মুঠোফোনে ওইসব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

পিবিএ বিএইচ

আরও পড়ুন...