বিমানবন্দরে গায়ের কোট খুলতে হলো প্রধান বিচারপতিকেও

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

পিবিএ, ঢাকা: দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কোট খুলে তল্লাশি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। বুধবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অ্যান্টি-হাইজ্যাকিং গেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য প্রটোকল অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে পৌঁছান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা প্রধান বিচারপতিকে তার গায়ের কোটটি খুলে স্ক্যানিং মেশিনে দেওয়ার অনুরোধ করেন। এ সময় পেছন থেকে প্রটোকল অফিসাররা প্রধান বিচারপতির পরিচয় জানানোর পরও নিরাপত্তাকর্মীরা তাতে কর্ণপাত করেননি। তবে বিষয়টি দেশের প্রধান বিচারপতির জন্য বিব্রতকর হলেও তিনি কোন আপত্তি করে দ্রুত তার গায়ের কোট খুলে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেন। তারা প্রধান বিচারপতির কোট চেক করে তারপর ভেতরে যেতে দেন। সকাল ৮টা ৫০ মিনিটে নভোএয়ারের সেই ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তবে, প্রধান বিচারপতি চলে যাওয়ার পর তার প্রটোকল কর্মকর্তারা বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। পরে বিষয়টি নিয়ে নিরাপত্তাকর্মীদের সাথে তাদের বাক-বিতন্ডা হয়।

এ বিষয়ে বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। মাননীয় প্রধান বিচারপতি চলে যাওয়ার পর তার সঙ্গে আসা কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। গালাগাল করেছেন, যা কোনওভাবেই প্রত্যাশিত নয়।

তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তা আইনের প্রতিটি বিষয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া দেশের প্রত্যেক নাগরিকের জন্যই প্রযোজ্য। তাই প্রধান বিচারপতিকেও নিরাপত্তাকর্মীরা কোট খুলতে বলেছিলেন। তিনি নিজেও কোনও আপত্তি করেননি। তার প্রটোকল অফিসাররাই এ বিষয়ে প্রথমে আপত্তি করেন। তিনি চলে যাওয়ার পরে হইচই শুরু করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে কোর্ট অফিসার (প্রটোকল) ওয়ারিস বলেন, বিমানবন্দরের নিরাপত্তার লোকজন মাননীয় প্রধান বিচারপতিকে তার পরনের কোট খুলতে বলেছিল। আমরা এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছি। কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...