পিবিএ ডেস্ক: এক যুবকের প্যান্টের মধ্যে অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে। এমন দেখে অনেকক্ষণ ধরেই পুলিশের সন্দেহ হচ্ছিল। সন্দেহ কাটাতে কাছে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই রীতিমত চোঁখ কপালে উঠল পুলিশের।
ভারতের এক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনাটি ঘটেছে বার্লিন বিমানবন্দরে। ইজরায়েলগামী একটি বিমান ধরার জন্য একজন যুবক অনেকক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করছিল।
তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন যে, ওই যুবকের প্যান্টের ভিতরে বেশ কিছুটা অংশ ফুলে রয়েছে এবং ভিতর থেকে একটা শব্দ আসছে ক্রমশ।
সন্দেহ হওয়ায় ওই যুবকের প্যান্টের ভিতরে কি রয়েছে দেখতে গিয়েই রীতিমত ঘাবড়ে যান পুলিশ কর্মীরা।
কি পাওয়া গেছে ওই যুবকের প্যান্টের ভিতর থেকে জানেন? তল্লাশি চালানোর সময় ওই যুবকের প্যান্টের ভিতর থেকে ৪০ সেমি দীর্ঘ একটি “অজগর” সাপ উদ্ধার করেছে পুলিশ।
দেখা যায়, প্যান্টের ভিতরে পায়ের সঙ্গে ছোট একটি ব্যাগ আটকে রাখা ব্যাগের ভিতরেই সাপটিকে রেখেছিল ওই যুবক। অতঃপর সাপটিকে উদ্ধার করে পুলিশ।
ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান এর পিছনে কোনো আন্তর্জাতিক সাপ পাচারচক্র জড়িত থাকতে পারে। তবে সাপ পাচারের এমন অভিনব পদ্ধতি দেখে রীতিমত থতমত হয়ে গেছেন অনেকেই।
পিবিএ/এফএস