পিবিএ,ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে পিবিএ’র (প্রেস বাংলা এজেন্সি) ভিডিও। গত কয়েকদিন আগে ‘দেশের ৬৪ জেলায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হবে’ এই শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিমানবন্দরে যাত্রীদের কিভাবে আসা উচিত কি কি করণীয় এই সকল বিষয় নিয়ে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের এডিশনাল এসপি আলমগীর হোসেন শিমুল পিবিএ’র কাছে একান্ত স্বাক্ষাতকারের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘বিদেশ ফেরত প্রবাসীরা যে প্রস্তুতি নিয়ে ঢাকা এয়ারপোর্টে আসবেন’ এই শিরোনামে ৩ জুন তারিখে আপলোডকৃত ভিডিওটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫০,৮৮৩ টি শেয়ার এবং ভিউ হয়েছে ২০,৭৬৮৯১ । ৩ হাজার ৮ ’শ উপরে কমেন্ট করেছে ভিডিওটি নিয়ে। এছাড়া ভিডিটিতে লাইক দিয়েছে ৩৭ হাজার।
https://www.facebook.com/pbaagencybd/videos/333740637314714/
আলমগীর হোসেন শিমুল স্বাক্ষাতকারে, প্রবাস থেকে দেশে আসার সময় এয়ারপোর্টের জন্য কিছু প্রস্ততি নেয়ার পরামর্শ দেন তিনি। চেকিং ব্যাগে দামি কোন কিছু না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা চেকিং ব্যাগ কাপড় চোপর বা ঐ সকল জিনিস রাখুন যাতে হারিয়ে গেলে যে ক্ষতিপূরণ দেয়া হবে তাতে আপনার পুষিয়ে যায়। বিশেষ করে কোন লাগেজ হারিয়ে গেলে নিয়ম অনুযায়ী ৩০-৪০ ডলার ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন যদি ঐ ব্যাগে মোবাইল বা দামি কোন কিছু থাকে তাহলে সেই ক্ষতিপূরণ আপনি পাবেন না । কারণ ক্ষতিপূরণ দেয়া হয় ওজন অনুযায়ী। তাই মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং দামি জিনিস পত্রগুলো আপনার হ্যান্ড ব্যাগে রাখুন এবং সব সময় চোখে চোখে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাছাড়া বিমান বন্দরের যাবতীয় কাজ শেষে গাড়িতে ওঠার আগে সব কিছু চেক করে নেয়ার পরামর্শ দিয়েছেন শিমুল। তিনি বলেন, গাড়িতে ওঠার আগে সমস্ত জিনিস যেমন পাসপোর্ট, টিকিট ছোট খাটো ব্যাগ সবকিছু ভালো মতো চেক করে গাড়িতে উঠতে হবে।
যাত্রী হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, কোন অসাধু ব্যক্তি বা কোন চক্র যদি কোন প্রকার হয়রানি করে তাহলে সাথে সাথে আইনশৃঙ্খাবাহিনীর সদস্যকে জানাবেন। অথবা ৯৯৯ কল দিতে পারবে। যাত্রী হয়রানি বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সিসিটিভির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করার ব্যবস্থাও রয়েছে। বিমানবন্দরের পার্কিং ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, যারা যাত্রীদের বিমানবন্দর থেকে নিতে আসবেন তাদের অবশ্যই পার্কিং ব্যবহারের কথা চিন্তা করেই আসা উচিত। কারণ একজন বিমানবন্দরে নামলেই সাথে সাথে বের হতে পারে না। যাবতীয় কাজ শেষ করে বের হয়ে আসতে আসতে ঘন্টাখানেক সময় লাগে। তাই কিছু টাকা খরচ হলেও বিমানবন্দরের পার্কিং ব্যবহার করতে পরামর্শ দেন তিনি। অনেক সময় যাত্রীরা যত্রতত্র পার্কিং করে থাকে যা নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সাথে মনমালিন্য হয়। এতে করে অনেকের মন খারাপ হয়ে যায় ।
ডলার ভাঙ্গানোর বিষয়েও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, অনেকে বিমানবন্দরের বাইরে বেশি লাভের আশায় ডলার ভাঙ্গিয়ে থাকেন। এতে করে জাল ডলারের মতো প্রতারণার ঘটনাও ঘটে। বিমানবন্দরের মানি এক্সচেঞ্জ থেকে নিদিষ্ট মূল্যে ডলার ভাঙ্গানোর পরামর্শও পিবিএ’র ভিডিওটির শেষাংশে দিয়েছেন তিনি।
পিবিএ/বাখ