বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে নিহত-৫

italy-helicopter-accident-P

পিবিএ,ডেস্ক: ফ্রান্স ও ইতালির মধ্যকার সীমান্ত এলাকায় আল্পস পর্বতে একটি হেলিকপ্টার ও ছোট বিমানের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা (সিএনএসএএস) এই তথ্য জানায়।

আয়োস্তা উপত্যকার লা তুইলে এলাকার রুতোর হিমবাহের ওপরে এই সংঘর্ষটি কখন ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: শরীরে দুর্গন্ধ’ অভিযোগে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো এক দম্পতিকে

সিএনএসএএস বলছে, আহত আরো দুই ব্যক্তিকে উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

ওই বিমান ও হেলিকপ্টারের যাত্রী কারা ছিলেন এবং ঠিক কি কারণে এই সংঘর্ষ ঘটলো তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায় নি।

পিবিএ/এফএস

 

আরও পড়ুন...