বিয়ের আগে কন্যা সন্তানের মা হলেন কিশোরী

আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় বিয়ের আগে কন্যা সন্তানের মা হলেন জ্যোতি (১৬) । শনিবার দুপুরে জ্যোতি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে মা হলেন।জ্যোতির পিতার বাড়ি উপজেলার খড়িয়ার(গড়বাড়িয়াচক) গ্ৰামে ।

জ্যোতি জানান , উপজেলার খড়িয়া (লেবুবুনিয়াচক) গ্ৰামের দীপক মন্ডলের ছেলে শুভ মন্ডল ২ বছর পূর্বে একই গ্ৰামের গড়বাড়িয়াচকের কিনারাম ঢালীর কন্যা জ্যোতি রানীর সহিত প্রেম হয় । জ্যোতির পিতা মাতা হতদরিদ্র হওয়ায় ও ফাঁকা বাড়ি থাকায় শুভ বিবাহর কথা বলে বিভিন্ন সময় দৈহিক সম্পর্কে লিপ্ত হয় । এক পর্যায়ে জ্যোতি গর্ভবতী হলে শুভ গা ঢাকা দেয় । শনিবার দুপুরে জ্যোতির প্রসব বেদনা উঠলে প্রতিবেশী সাহেব মন্ডল জ্যোতিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । দুপুর ২ টার দিকে জ্যোতি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে ।

জ্যোতি উক্ত ঘটনা কাঁদতে কাঁদতে এ প্রতিনিধির সাথে বলেন। এ খবর প্রেমিক জানতে পেরে বাড়ি থেকে পালিয়েছে । যে কারণে শুভর কোন মন্তব্য পাওয়া যায় নি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গুঞ্জন চলছে জ্যোতির কন্যা সন্তান টি বিক্রি করা হচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...