লাদাখ সীমান্তে চীনের ১০ হাজার বাড়তি সৈন্য মোতায়েন

পিবিএ,ডেস্ক : ভারত ও চীনের লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ১০ হাজার বাড়তি সেনা মোতায়েন করেছে চীন। এএনআইকে উদ্ধৃত করে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমে আরো জানানো হয়েছে , লাদাখের কয়েকটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে ভারত ও চিনের সেনা পিছু হটছে বলে সরকারি সূত্রেই জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। লক্ষণীয়, দুটি খবরেই মোদী সরকারের শীর্ষ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে।

খবর অনুযায়ী, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশেও নিয়ন্ত্রণরেখার কাছে বাড়তি সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে চিন। কেবল লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করেছে তারা। এনেছে দূরপাল্লার কামান ও ট্যাঙ্কও। এএনআই-কে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই ভারী অস্ত্রশস্ত্র আগে সরানোর দাবি করেছে ভারত। ভারতীয় সেনার মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে এই পদক্ষেপ প্রয়োজন। নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা সেনা মোতায়েনের খবর ছড়িয়ে পড়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে।

কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে লাদাখে চিনের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে ভারত। গত কালও দু’দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে।

পিবিএ/এমএ/সূত্র -আনন্দ বাজার

আরও পড়ুন...