বিশেষ আইনজীবি নিয়োগ দিলো নেইমার

পিবিএ : রের্কড পরিমান ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভেড়ালো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অথচ প্যারিস ছেড়ে কাতালানদের সাথে ফিরতে নেইমারের চেষ্টার কোনো কমতি নেই। বার্সেলোনা থেকে একের পর এক প্রস্তাবেও পিএসজির সাড়া না মিলায় এবার অন্য পন্থা অবলম্বন করতে যাচ্ছেন নেইমার। স্প্যানিশ সংবাদমাদ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, পিএসজির সাথে চুক্তিতে ফাঁক খুঁজে সে সুবিধা নিয়ে স্পেনে ফিরতে বিশেষ আইনজীবি নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

কিন্তু তা কি আদৌ সম্ভব? আইনজীবীদের একাংশ নেইমারকে লুসানে (সুইজারল্যান্ড) বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু নেইমারের কাছ থেকে এখনো সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।

আইনজীবীরা নেইমারকে বুঝিয়েছেন, কোনোমতেই এ বছর বার্সেলোনাতে খেলা সম্ভব নয় তার। পরের বছর বার্সেলোনাতে ফেরা সম্ভব, যদি আর্টিকেল ১৭-এর মাধ্যমে ফিফার কাছে আবেদন করা যায়।

সেই আইন মানতে গেলে পিএসজির হয়ে শেষ ম্যাচে খেলার অন্তত ১৫ দিন আগে ক্লাবকে চুক্তিভঙ্গের নোটিশ পাঠাতে হবে। সেই নোটিশের ভিত্তিতে দুই ক্লাব বার্সেলোনা ও পিএসজির মধ্যে নতুন করে চুক্তি হতে পারে এবং সেটা ফিফাকে সাক্ষী রেখে। সেক্ষেত্রে টান্সফার ফি কিছুটা কমতে পারে। এখন দেখার বিষয়, বিশেষ আইনজীবি নিয়োগ দিয়ে ন্যু ক্যাম্পে ফিরতে পারবেন কিনা এ ব্রাজিলিয়ান।

পিবিএ/সজ

 

আরও পড়ুন...