পিবিএ,বিনোদন : ‘সারা পৃথিবীজুড়েই শিশুশ্রম মহামারি আকার ধারণ করেছে। কোমলমতি শিশুরা হাসবে, খেলবে, স্কুলে যাবে-এমন চিত্র দেখতে চাই। ফুলের মতো শিশুরা পরিশ্রম করছে, এমন চিত্র দেখে নিজেকে সামলাতে কষ্ট হয়। সবার সম্মিলিত চেষ্টায় এটি বন্ধ করতে হবে। বিশ্বের সকল দেশে শিশুশ্রম নিষিদ্ধ হোক। আর যারা শিশুদের দিয়ে কাজ করাবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হউক।’
এদিকে মে দিবস উপলক্ষ্যে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘ মহান মে দিবস। জয় হোক মেহনতি মানুষের। পৃথিবীর সকল খেটে খাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুক সব মানুষ’।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আন্তর্জাতিকভাবে দিনটি উদযাপিত হচ্ছে মে দিবস। দিনটি ঘিরে শ্রমজীবী মানুষ ও বিভিন্ন সংগঠনগুলো হাতে নিয়েছে নানা আয়োজন।
দীর্ঘ দিন ধরে শিশুশ্রম বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ নিয়ে রাজপথে সভা, সমাবেশ ও মানববন্ধনও করেছে অনেকে। শিশুশ্রমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শ্রমিক দিবসে একটাই প্রার্থনা শিশু শ্রমিকগুলো হাতুড়ি ছেড়ে কলম ধরুক।’
পিবিএ/এমএস