বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

মোমিনুর রহমান রাসেল,পিবিএ,নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাচারি বাড়িতে আসছে ৮মে অনুষ্টিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে কবির ১৫৮তম জন্ম জয়ন্তী। এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন বর্ণাঢ্য নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এদিকে স্মৃতি বর্ধণে ইতোমধ্যে পতিসরে নাগর নদে নাগর ঘাট তৈরী, কবি তালগাছ ঘিরে কবিতা লিখেছিলেন ওই স্থানে নতুন তালগাছ রোপন এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইন্সটিটিউটের একাডেমিক কাজ শুরু হওয়ায়র জন্য এবারের রবীন্দ্র উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা। তবে পবিত্র রমজানে এবার অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্তভাবে পালিত হবে বলে জানান আয়োজকেরা।

২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে পতিসরে একদিনের কর্মর্সূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা,আবৃত্তি, সংগীত ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রবীন্দ্র গবেষক, স্থানীয় সাংসদ ইসরাফিল আলমসহ জেলার সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন জেলা প্রশাসন। এ ছাড়া ৩ দিনব্যাপী রবীন্দ্র মেলার ও আয়োজন করেছেন স্থানীয়রা। সব মিলিয়ে পতিসরে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বিঘœ ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠান শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োগ করা হয়েছে ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ’র পতিসরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিসর কাচাড়ী বাড়ি এবং তার আশে পাশের এলাকায় ধোয়া, মোছা ও রং-বার্ণিশের কাজ শেষ হয়েছে। মঞ্চ নির্মাণও সমাপ্ত।

নওগাঁ শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃত পল্লী পতিসর। বিশ^ কবি রবী ঠাকুরের কবিতা অনুসারে“ আমাদের ছোট নদী” নাগর নদীর তীরে অবস্থিত বিশে^র নিকট পরিচিত এই ছোট গ্রাম যার নাম করণ করা হয়েছিল পতিসর। এক সময়ে ভৌগলিক চিত্র নদী মার্তৃক বাংলাদেশ নদীতে পাল তুলে ভারত বর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যেতো, ব্যবসা-বাণিজ্য যোগাযোগ ক্ষেত্রে ভ্রমনের একমাত্র পথ ছিল নদী। কালের বিবর্তনে পাল্টে গেছে যোগাযোগের ব্যবস্থা এখন হয়েছে সড়কসড়ক পথ। আর সেই দুই পথে চলার সময় যে কারো চোখে পড়বে রবীঠাকুরের জমিদার বাড়ির চিত্র।

বিট্রিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বাঙ্গালিরা অতিষ্ট তখন নীল চাষে বাধ্যবাধকতা থাকায়। ফলে ঘটে বিদ্রোহ। মুক্তি হয় ইংরেজদের দাসত্বের। ১৮৪০ সালে পতিসর জমিদারী নিলামে উঠলে রবীন্দ্র নাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দারকা ঠাকুর ১২টাকা ১০আনায় জমিদারি কিনে নেন। জমিদারীর সংঙ্গে কাচারী ঠাকুর পরিবারের হস্তগত হয়। ১৮৯০ সালে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর যৌবন কালে পালের নৌকায় (বর্জায়) করে প্রথম আত্রাইয়ের পতিসরে আসেন। ১৮৯০-১৮৯৬ সাল পর্যন্ত বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার জমিদারি দেখা শুনার জন্য পতিসর কুঠিবাড়িতে বসেছেন। সেই সময় কবি কৃষি বিপ্লব ঘটান এবং কৃষকদের কথা চিন্তা করে সর্ব প্রথম কৃষি ব্যাংক পতিসরে স্থাপন করেন। পরবর্তীতে তিনি শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুত্ব দেন। সেই লক্ষে পতিসরে একটি রবীন্দ্রনাথ ইন্সটিটিউট নামে বিদ্যালয় স্থাপন করেন। বিশ^ কবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজরিত নওগাঁর পতিসর, ঢাকা শিলাইদহ,শাহজাদপুর, দক্ষিণডিহি রাষ্ট্রীয় ভাবে জন্মবার্ষিকী পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৫শে বৈশাখ ( ৮মে) বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে পতিসরকে বিভিন্ন সাজে সাজানো হয়েছে।

এ অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছরের ন্যায় ২৫শে বৈশাখে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের প্রচারণার মাধ্যমে একমাত্র রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত স্থানটি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করা হয় ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...