বিশ্বকাপের আগে ফুটবল ছেড়ে দাবাড়ু বনে গেলেন মেসি-রোনালদো!

কাউন্টডাউন শেষের দিকে। আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে। লিওনেল মেসি ঘোষণা দিয়ে রেখেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। রোনালদোও বলেছেন, অবশ্য তাতে জুড়ে দিয়েছেন একটা শর্ত; দলকে জিততে হবে বিশ্বকাপ। তবে তা না হলেও যে ৩৭ বছর বয়সী রোনালদো পরের বিশ্বকাপ আর খেলবেন না, তা আঁচ করাই যায়!

এমন এক বিশ্বকাপের ঠিক আগে ফুটবল ছেড়ে দাবাড়ুই বনে গেলেন মেসি আর রোনালদো! না, আঁতকে উঠবেন না, ফুটবল ছেড়েই দেননি খেলাটার মহাতারকা। দুই জনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল দু’জনের দাবা খেলার দৃশ্য।

গত রাতে দু’জন ঠিক একই সময় ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ছবি। ১৫ বছরেরও বেশি সময় ধরে চলছে দুই জনের এই প্রতিদ্বন্দ্বিতা। মেসি আর রোনালদো মিলে জিতেছেন ১২টি ব্যালন ডি’অর।

মাঠের বাইরে দু’জন ঠিক বন্ধু না হলেও পারস্পরিক সম্মানটা যে ছিল, তার প্রমাণ মিলেছে হরহামেশাই। শনিবার রাতে এই দু’জনকেই দেখা গেল একই ছবিতে। দুই জনই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একই ছবি, যেখানে দেখা গেছে মেসি আর রোনালদোর সামনে দাবার বোর্ড সাজানো, গভীর চিন্তায় মগ্ন দু’জনে। আর্জেন্টাইন অধিনায়ক একটু বেশি ঝুঁকে ভাবছেন, তাতে আঁচ করা যাচ্ছে, চালটা তারই; রোনালদো ভাবছেন পরের চালটা কী দেওয়া যায়!

দু’জনের প্রকাশ করা ছবিরই ক্যাপশন এক। যারা তাদের এনেছে একই ফ্রেমে, সেই লুইঁ ভুঁতোর নতুন ক্যাম্পেইনের ট্যাগলাইন, ‘ভিক্টরি ইজ অ্যা স্টেট অর মাইন্ড।’ নিচে একটা ব্রিফ কেইস। বিশ্বকাপের ট্রফির ক্যারিয়ারের পৃষ্ঠপোষক তারাই, ধারণা করা হচ্ছে দাবা বোর্ডের নিচের এই ব্রিফকেইস দিয়ে বোঝানো হচ্ছে সেটাই।

বিশ্বকাপের কয়েক ঘণ্টা আগে এমন ছবি প্রকাশ, সেটা যে দুই মহাতারকার ভক্তরা সাদরেই গ্রহণ করে নেবেন, বিষয়টা অনুমিতই ছিল। মুহূর্তেই তা ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলে এসেছে আলোচনায়।

দশ ঘণ্টায় মেসির সেই ছবিতে প্রতিক্রিয়া পড়েছে ৪৭ লাখ। সাড়ে তিন লাখের কিছু বেশি বার শেয়ার করা হয়েছে সেখান থেকে। আর মন্তব্য এসেছে প্রায় ২ লাখ ৬৮ হাজার। এক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে রোনালদো এগিয়ে। প্রায় ৬০ লাখ প্রতিক্রিয়া, ৩ লাখ ২০ হাজার মন্তব্য ও ৩ লাখ ৮০ হাজার বার শেয়ার করা হয়েছে রোনালদোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিটি।

আরও পড়ুন...