বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার নতুন জার্সি

পিবিএ ডেস্ক: বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মুক্ত করেছে অস্ট্রেলিয়ার কিট সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসিকস। ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পরা ‘রেট্রো’ ঘরানারই জার্সি এটি।

২০১৫- অস্ট্রেলিয়ার রঙ হলুদ। বিশ্বকাপের রঙ হলুদ।

২০১১- এ শতাব্দীতে এই জার্সিতেই শুধু সাফল্য নেই অস্ট্রেলিয়ার

২০০৭- সেবার হলুদটা ছিল একটু অন্যরকম। সোনালী অস্ট্রেলিয়া, সোনালী বিশ্বকাপ!

২০০৩- দাপুটে অস্ট্রেলিয়া

১৯৯৯ সালের জার্সিটা অবশ্য ফিরে আসছে আবার, সামনের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে তারা পরবে সে জার্সিটাই। দর্শকদের ভোটে সম্প্রতি নির্ধারিত হয়েছে সেটি।

১৯৯৬- এই জার্সি গিয়েছিল ফাইনাল পর্যন্ত

১৯৯২- প্রথমবার বিশ্বকাপে রঙের ছোঁয়া, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে রঙ ছিল হলুদ

১৯৯২ সালে রঙিন জার্সি চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ সবচেয়ে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার হলুদ রঙেই। ১৯৯৯, ২০০৩, ২০০৭ সালের পর তারা জিতেছে ২০১৫ সালে হওয়া শেষ বিশ্বকাপেও।

পিবিএ/জেআই

আরও পড়ুন...