পিবিএ স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩ রানের জয়। এর পরের দুই ম্যাচে অলস্টার একাদশ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ সাংসদীয় ক্রিকেট দল। অপরাজিত থেকেই শেষ চারে পা রাখা বাংলাদেশ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় ৩৮ রানে।
ফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, তবে এবার আরও শেষ হাসি হাসা হয়নি নাঈমুর রহমান দুর্জয়দের। ফাইনালে পাকিস্তানের সংসদ সদস্যদের কাছে ৯ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ সাংসদীয় ক্রিকেট দলের। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১০৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১২ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান।
কেন্ট এর কাউন্টি গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ সাংসদীয় দল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ দেখে-শুনেই ইনিংস আগায় পাকিস্তানি সংসদ সদস্যরা। প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪১ রান। ইনিংসের ১০তম ওভারে ব্যাটসম্যানরা নেয় ২০ রান। পরে আর কোন উইকেট না হারিয়ে সহজেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। ৮ ওভার হাতে রেখে ৯ উইকেটের জয়।
বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া এই দলে খেলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অন্য সংসদ সদস্যদের মধ্যে আছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার।
আন্তসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা ১৪ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করারও সুযোগ পাবেন।
পিবিএ/বাখ