দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে ১৪ বছরের বেশি সময় কিংবদন্তি ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। আজকের দিনটি অন্য দিনগুলোর চেয়ে তার কিছুটা ভিন্ন ছিল। তিনি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথম সভা করেছেন। এতে সভাপতিত্ব করায় কমিটির সবাই তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ধারণা দিয়েছিলেন দুই স্তরের কমিটি হবে। আজ অনুষ্ঠিত হয়েছিল প্ল্যানিং কমিটির সভা। সেই সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, ‘আজ লিগ নিয়ে সামগ্রিক আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাস্তবায়ন কমিটির সভা রয়েছে। এরপরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।’ বাফুফে সচিবালয় থেকে ইতোমধ্যে ক্লাবগুলোকে খসড়া পঞ্জি পাঠানো হয়েছে। সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে।
ঘরোয়া ফুটবলে সূচি পরিবর্তন অলিখিত নিয়ম। কাজী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর সেটি হবে না বলে জানালেন লিগ কমিটির সদস্য ও ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক। তিনি বলেন, ‘আমরা সূচি প্রকাশ করব। ফিফা-এএফসির কোনো নির্দেশনা অথবা সরকারের কোনো আদেশ ছাড়া খেলা পরিবর্তন হবে না।’
নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলের সময় সাধারণত বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলের কার্যক্রম থাকে না। বাংলাদেশ বিগত সময় এটি অনুসরণ করলেও এবার বিশ্বকাপের সময় খেলা চালানোর পরিকল্পনা লিগ কমিটির চেয়ারম্যানের, ‘প্রাথমিক পরিকল্পনা সেমিফাইনাল ও ফাইনালের সময় খেলা না রাখা। এ ছাড়া অন্য সময় খেলা থাকবে। কারণ এত দিন খেলা স্থগিত রাখা সম্ভব নয়।’
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নেওয়া ফুটবলাররাও যাতে বিশ্বকাপ দেখতে পারেন, সে অনুযায়ী সূচি করবে ফেডারেশন। ‘সবাই বিশ্বকাপ দেখতে চান। খেলোয়াড়রাও যাতে খেলা দেখতে পারেন, সেভাবেই সূচি করা হবে’ বলেন লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরে খেলার ইচ্ছে প্রকাশ করেছে। আজ লিগ কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও পুনরায় ব্রাদার্সকে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নির্বাহী কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাহী কমিটির সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।