বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

পিবিএ,খেলাধুলা : এই তো আর মাসখানেক, তারপরই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এই মুহূর্তে ক্রিকেটবিশ্বের মনোযোগ বিশ্বকাপকে ঘিরেই। বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে ক্রিকেট ব্যক্তিত্ব বা সংস্থাগুলো। এই ধারাবাহিকতায় ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিশ্বকাপের সর্বকালের সর্বসেরা একাদশ নির্বাচন করেছে।

ক্রিকইনফোর নির্বাচিত সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে বাংলাদেশের কেউ জায়গা পাননি। জিম্বাবুয়ে থেকেও কারও জায়গা হয়নি। অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন। পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন দুইজন করে। তবে তারকাবহুল ভারত থেকে শুধু শচীন টেন্ডুলকারের জায়গা হয়েছে।

সর্বকালের সেরা বিশ্বকাপ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের কাঁধে। অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপ জেতা অধিনায়ক রিকি পন্টিংয়ে রাখ হয়েছে শুধু ব্যাটসম্যান হিসেবে।

ইএসপিএনের নির্বাচনে বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ: ইমরান খান (অধিনায়ক, পাকিস্তান), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), শচীন টেন্ডুলকার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ভিভ রিচার্ডসন (উইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ল্যান্স ক্লুজনার (সাউথ আফ্রিকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

পিবিএ/এমএস

আরও পড়ুন...