বিশ্বকাপেও প্লে-অফের দাবি রবি শাস্ত্রির!

বিশ্ব ক্রিকেটে বাঁকবদলে আইপিএলের রয়েছে বড় ভূমিকা
বিশ্বকাপে আইপিএলের মতো প্লে-অফের দাবি রবি শাস্ত্রির । ছবি:সংগৃহিত

পিবিএ,ডেস্ক: আইপিএলের রয়েছে বড় ভূমিকা বিশ্ব ক্রিকেটে বাঁকবদলে । টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে এই লিগ। টাকার ছড়াছড়ি আর দর্শকজনপ্রিয়তায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই যে বিশ্বের সেরা ফ্র্যাঞ্জাইজি লিগ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বলে আইপিএল যতই জনপ্রিয় হোক বিশ্বকাপের চেয়ে নিশ্চয়ই বেশি নয়। একথা মানতেই হবে ।

ভারতীয় কোচ তা মানেন কিনা কে জানে! তাহলে কেনো তিনি আইপিএলের মতো বিশ্বকাপেও চাইবেন প্লে-অফ। ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রি মনে করেন, বিশ্বকাপের চেয়ে আইপিএলের প্লে-অফ ফরম্যাটই ভালো। তিনি বিশ্বাস করেন, বিশ্বকাপও অদূর ভবিষ্যতে এই ফরমেটেই হবে।

আসন্ন বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা আছে বলেও মনে করেন ভারতীয় কোচ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমাদের দল গত পাঁচ বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। আমাদের বিশ্বকাপটা উপভোগ করতে হবে। যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরাই শিরোপা জিতবো । এবারের বিশ্বকাপের ফরম্যাটও অনেক কঠিন। দলগুলোর মধ্যে এখন ব্যবধানও কমে এসেছে অনেক।’

পিবিএ/এইচটি

আরও পড়ুন...