বিশ্বকাপে ইংল্যান্ডের দল ঘোষণা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ উপলক্ষে ইয়ন মার্গানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।
বিশ্বকাপে ইংল্যান্ড দল

পিবিএ,ডেস্ক: অবশেষে সকল অবসান ঘটিয়ে বিশ্বকাপ উপলক্ষে ইয়ন মার্গানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।

আজ বুধবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত এ দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রথমে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া ও ভারত। মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

পিবিএ/আরআই

আরও পড়ুন...