বিশ্বকাপে নতুন তালিকায় থাকবে তামিম ইকবাল

পিবিএ,খেলাধুলা : দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের দ্বাদশ টুর্নামেন্ট। তাতে কারা দ্যুতি ছড়াবেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ক্রিকেট বোদ্ধাদের মতে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন তামিম ইকবাল।এ প্রজন্মের সবচেয়ে নিবেদিত ব্যাটসম্যানদের একজন বাংলাদেশ ড্যাশিং ওপেনার।

Tamim

অতীতে বহু প্রমাণ মিলেছে। তার কথা মনে পড়লে চোখের সামনে নিশ্চয়ই সব আগে ভেসে আসবে ২০১৮ এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচের দৃশ্য। শ্রীলংকার বিপক্ষে ভাঙা হাত নিয়ে মুশফিকুর রহিমের সাহায্যে এগিয়ে এসে প্রমাণ করেন ক্রিকেটের প্রতি কতটা নিবেদিত তিনি।

ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকায় বর্তমানে ২০তম স্থানে আছেন তামিম। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, টপঅর্ডারে মারমুখী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত এ ব্যাটসম্যান বিশ্বকাপ দিয়ে জায়গা করে নিতে পারেন শীর্ষ দশে।

বরাবরই ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তামিম। টেস্টে করা রেকর্ডের অধিকাংশ সেখানেই করেছেন তিনি। ইংলিশ কন্ডিশনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান করেন দেশসেরা ওপেনার।

বিশ্বমঞ্চেও তামিমের পারফরম্যান্সটা নজরকাড়া। সেই ২০০৭ থেকে সব বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০০৭, ২০১১ ও ২০১৫ সালে ২১ ম্যাচে সংগ্রহ করেছেন ৪৮৩ রান, যা বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ ইনিংসে ৫১০ রান মুশফিকুর রহিমের। এ তালিকায় প্রথম সাকিব আল হাসান। ২১ ম্যাচে তার রান ৫৪০।

সাম্প্রতিক পারফরম্যান্সটাও চোখে ধরার মতো তামিমের। ২০১৮ সালে ১২ ওয়ানডে খেলে ৬৮৪ রান করেন তিনি। গেল বছরে এ সংষ্করণে বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ। এসময়ে ৭৬.৩৩ স্ট্রাইক রেটে ৮৫.৫ গড়ে এ রান করেন বাঁহাতি

ওপেনার। এ পথে তুলে নেন ২ সেঞ্চুরি ও ৬ হাফসেঞ্চুরি।

ক্রিকেট সংশ্লিষ্টদের ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্ভাব্য তালিকায় আরো আছেন বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

পিবিএ/এমএস

আরও পড়ুন...