পিবিএ ডেস্ক : ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে না-নামার অধিকার ভারতের রয়েছে বলেই মনে করেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রাক্তন পাক পেসারের ভাষ্য, ভারতে যে জঙ্গি হামলা হয়েছে, ভারত যে আক্রান্ত এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। আমরা কড়া ভাষায় এই প্রাণহানির নিন্দা করছি। এই পরিস্থিতিতে ভারতের পাক ম্যাচ বয়কট করার সম্পূর্ণ অধিকার রয়েছে।
তবে, কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যে বিবৃতি দিয়েছেন, নির্দ্বিধায় তা সমর্থন করার কথাও বলেন। ইমরান পুলওয়ামায় পাক মদদ অস্বীকার করে, ভারতকে প্রমাণ দিতে বলেছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডে ৪৯ সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন।
পিবিএ/জিজি