বিশ্বকাপে পেস অ্যাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান

pakisthan-cricket-team-PBA

পিবিএ ডেস্ক: আসন্ন বিশ্বকাপে পেস অ্যাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান। সরফরাজ আহমেদকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে তারা। কিন্তু বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আমিরসহ ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস। অন্যদিকে, মাত্র ২ ম্যাচ খেলা ওপেনার আবিদ আলি আছেন স্কোয়াডে। হাসনাইন ও শাহিন আফ্রিদিসহ পাঁচ পেসার আছেন দলে।

জানা গেছে, খারাপ ফর্মের কারনে আমিরকে রাখা হয়নি। তবে বাদ দিলেও এ পেসারকে একটা সুযোগ দিয়েছে পিসিবি। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজের দলে আছে আমির। একই অবস্থা আসিফ আলিরও।

ফখর জামান -ইমামুল হকের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসেবে রাখা হয়েছে আবিদ আলীকে। মিডল অর্ডার সামলাবেন অভিজ্ঞ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজমরা। তরুণ হাসনাইন আর শাহিন আফ্রিদি উঠেছেন বিশ্বকাপের তরীতে। জুনাইদ খান, ফাহিম আশরাফ ও হাসান আলীও গতিতে ঝড় তুলতে প্রস্তুত।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত পেস অ্যাটাকে বেশি গুরুত্ব দিয়েছে পাকিস্তান।

এক নজরে, পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

পিবিএ/এফএস

আরও পড়ুন...