বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষনা করলো সাঙ্গাকারা

পিবিএ,খেলাধুলা: বিশ্বকাপে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিশ্চিত নয় এখনো। তামিমের সাথে লিটন দাসের ওপেনিং অনেকটাই নিশ্চিত থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর সেটা আরেকবার ভাবতে বাধ্য টাইগার ভক্তরা।

একই সাথে মেহেদী হাসান মিরাজের আটসাট বোলিংয়ে রুবেলের একাদশে জায়গা পাওয়াও কঠিন। সেই সাথে লিটন ফিরলে সৌম্য কোথায় খেলবে কিংবা বাদ পড়বে কে সেটা নিয়েও জল্পনা। তার মধ্যেই বাংলাদেশের সেরা একাদশ পছন্দ করলেন সাঙ্গাকারা। লঙ্কান গ্রেট এই তারকার পছন্দের একাদশে আবার জায়গা হয়নি লিটন দাসের।

সাঙ্গাকারার পছন্দের দলে ওপেনিংয়ে আছেন তামিম ও সৌম্য সরকার। তিনে সাকিব, চারে মুশফিক, পাঁচে মিঠুন এবং ছয় নম্বরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে তার একাদশে চমক হল শেষের দিকে। সাব্বিরের জায়গা হয়নি তার একাদশে। তিনি নিয়েছেন সাইফ উদ্দিন, মিরাজ, মর্তুজা, মুস্তাফিজ ও রুবেলকে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...