বিশ্বকাপে ব্যর্থতা: সাবেক ৭ ক্রিকেটারের পরামর্শ চায় পিসিবি

বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারানোর মাধ্যমে পাকিস্তানের শুরুটা ভালোই ছিল। কিন্তু এর পর শুরু হয় ছন্দপতন। একে একে ভারত, অস্ট্রেলিয়া— এমনকি আফগানিস্তানের কাছেও হেরেছে পাকিস্তান।

দলের এমন নাজুক অবস্থায় সাবেক ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিসিবিপ্রধান জাকা আশরাফ।

মঙ্গলবার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আকিব জাভেদের সঙ্গে লাহোরে দেখা করেন জাকা আশরাফ। তার পরিকল্পনায় আরও আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক ও উমর গুল। সামনে এগোতে তাদের পরামর্শ নিতে চান পিসিবিপ্রধান।

বর্তমান অবস্থায় পাকিস্তানের ভালোর জন্য সাবেক তারকাদের পরামর্শ জরুরি মনে করছে পিসিবি। আশরাফ গুরুত্ব দিয়েছেন সাবেকদের ওপর, যারা পাকিস্তানকে বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন।

জাকা আশরাফ বলেন, এই খেলোয়াড়রা পাকিস্তানকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে এবং তাদের অভিজ্ঞতা অমূল্য। আমরা খেলোয়াড়দের সার্বিক উন্নতির জন্য তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা এর মাধ্যমে আশা করছি আগামীতে সব বিভাগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে এমন খেলোয়াড় সরবরাহ করতে পারব।

আরও পড়ুন...