বিশ্বকাপে শিখর ধাওয়ানের রেকর্ড

পিবিএ ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে দ্য ওভালে একটি ধামাকাদার শুরুয়াত পেয়েছে ভারতীয় দল পেয়েছে। আর সেই শুরুর কান্ডারি যে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা তাতে কোনও সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ শুরুতেই একটি রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত শর্মা। মাস্টার ব্লাস্টারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র রোহিতই ২০০০ রানের গণ্ডি ছাড়িয়ে গেলেন। পিছিয়ে নেই শিখর ধাওয়ানও। তিনিও আজ একটি রেকর্ড করে বসে আছেন। তৃতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে মোট তিনটি সেঞ্চুরি করে ফেললেন গব্বর।

২০১৫ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শিখর ধাওয়ান। আর ২০১৯ এ অস্ট্রেলিয়ার সঙ্গে, অর্থাৎ ভারতের দ্বিতীয় ম্যাচে একটা সেঞ্চুরি। সব মিলিয়ে তাঁর বিশ্বকাপ জার্নিতে এখনও অবধি তিনটি সেঞ্চুরি নিজের নামের পাশে লিখিয়ে নিলেন শিখর ধাওয়ান। বিশ্বকাপে লিটল মাস্টার সচিন তেন্ড‌ুলকরের সেঞ্চুরির সংখ্যা ৬টি। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সেঞ্চুরি রয়েছে ৪টি। আর ঠিক তার পরেই চলে এলেন শিখর।

রবিবার ৯৫ বলেই সেঞ্চুরি করেন গব্বর। ১০৯ বলে ১১৭ রান করে মিচেল স্টার্কের বলে আউটও হয়ে যান শিখর ধাওয়ান। গব্বরের মতোই প্রথম থেকে চালিয়ে খেলেছেন শিখর। ১৬টি চার মেরেছেন তিনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...