পিবিএ,ফেনী: আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দল ও ফেনীর ছেলে সাইফ উদ্দিনের শুভ কামনায় ফেনী ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকালে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) সাজেদুল ইসলাম, ফেনী ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি ইমন উল হক ইমন, বিসিসিবির ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, আমজাদ হোসেন বিপ্লব,আশ্রাফুল আনোয়ার শিমুল, নুরুল আফছার কবীর শাহাজাদা, তৌহিদুল ইসলাম তুহিন, সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও জেলা উপজেলার ক্রিকেট প্রেমীরা এ র্যালীতে অংশ গ্রহন করে।
ফেনী জেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ইমন উল হক ইমন জানান, আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ভারত ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করুক এবং ফেনীর ছেলে সাইফ উদ্দিন আগামী খেলা গুলোতে আরো ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশের জন্য আরো সম্মান বয়ে আনুক এ শুভ কামনায় আমাদের আজকের এ আয়োজন।
পিবিএ/জেকে/হক