বিশ্বকাপ খেলতে কাতারে আর্জেন্টিনা দল

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। এর আগে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছেন লিওনেল মেসি ও তার দল। বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয়ের সুখস্মৃতি নিয়ে কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী রোববার। আর্জেন্টিনার এবারের গ্রুপ পর্বের প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ভক্ত-অনুরাগীদের আশা, গ্রুপ পর্ব সহজে পেরিয়ে যাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দলের অধিনায়ক মেসি এ বিষয়ে রয়েছেন যথেষ্ট সতর্ক।

বিশ্বকাপে আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে ইউনিভার্সো ভালদানো শোয়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল (বিশ্বকাপে) কঠিন হতে যাচ্ছে, তাদের সহজে হারানো যাবে না।’

তিনি আরো বলেন, ‘ইউরোপিয়ান দলগুলোর (অপরাজেয় থাকার পথে) বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।’

মেসি যোগ করেন, ‘আমরা ভালো ফর্মে থেকে ফাইনালসে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং এটা জিতবো, এই হাইপে বিশ্বাস করার ফাঁদে আমাদের পা দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।’

আরও পড়ুন...