বৃষ্টিতে অনিশ্চিত হয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফি উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের কনসার্ট। আবহাওয়া খারাপের দিকে যেতে থাকায় বিকেলে অনির্দিষ্ট সময়ের জন্য কনসার্ট স্থগিত ঘোষণা করেছিল আয়োজকরা।
সন্ধ্যার পর মাঠ পরিদর্শন করে এবং বাতাসে ক্ষতিগ্রস্ত মঞ্চ ঠিকঠাক করে আয়োজকদের পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল রাত ৮টার মধ্যে আর বৃষ্টি না হলে কনসার্ট শুরু করা হবে।
শেষ পর্যন্ত আর বৃষ্টি না হওয়ায় রাত সোয়া ৮টার দিকে কনসার্ট শুরু হয়েছে বলে জানিয়েছে আয়োজকদের একটি সূত্র।
এদিকে কনসার্ট উপলক্ষে হোটেল র্যাডিসন ব্লু থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি নেওয়ার পর সেটি উন্মেচনও করা হয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হোটেলে বিভিন্ন পেশার মানুষ ট্রফি দেখতে ভিড় জমিয়েছিল। যাদের হাতে পাস ছিল, তারা ভেতরে ঢুকে ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরেছে। বৃষ্টি উপেক্ষা করেও অনেক মানুষকে ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
একই অবস্থা ছিল বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামেও। বিকেল ৫টায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট। কিন্তু বৃষ্টিতে তা শুরু হলো প্রায় সোয়া ৩ ঘণ্টা পর।