বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শন মার্শ

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেলে শন মার্শ। অনুশীলন চলাকালীন হাতের কনুইয়ে চোট পেয়ে বিশ্বকাপের যাত্রা শেষ মার্শের। বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ব্যাটিং অনুশীলন সারছিলেন শনমার্শ। আর তখনই প্যাট কামিন্সের ঝড় গতিতে আসা বল সোজা এসে লাগে মার্শের কব্জিতে। আর সাথে সাথেই মচকে যায় কব্জি। ডাক্তারের কাছে নেওয়া হয় তৎক্ষণাৎ। ‘এ ইনজুরি এখনই ঠিক হবে’ মন্তব্য ডাক্তারের।

আর তাই তো বাধ্য হয়েই বদলি খুঁজতে হচ্ছে অজিদের। আর মার্শের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পিটার হ্যান্ডসকম্ব। তিনি এর আগে অজিদের হয়ে মাত্র ২১টি ওয়ানডে খেলেছেন। আর একটি শতকের পাশাপাশি আছে ৪টি অর্ধশতকও। মার্শের সাথে সাথে ইনজুরিতে পড়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। নেটে ব্যাটিং অনুশীলনের সময় মিচেল স্টার্কের ঝড় গতির বল এসে লাগে ম্যাক্সওয়েলের কব্জিতে। ঠিক যেখানে বল লেগে শেষ হয়েছে শন মার্শের বিশ্বকাপ যাত্রা। তবে ম্যাক্সওয়েলের ইনজুরি ততটা গুরুত্বর নয় বলে জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।

ল্যাঙ্গার আশা করছেন শনিবার প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচেই ফিরবেন মাক্সওয়েল। আগেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি অজিদের জন্য অনেকটা নিয়মরক্ষার ম্যাচ। ৬ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...