বিশ্বকাপ সুপার লিগে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

পিবিএ ডেস্ক: বিশ্বকাপ সুপার লিগে দুর্দান্ত শুরু হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতায় পূর্ণ ৩০ পয়েন্ট পকেটে পুড়েছে টাইগাররা। এতে করে লিগ টেবিলে অস্ট্রেলিয়ার পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আট দল। বাছাইপর্বের পরীক্ষায় পড়তে না হলে ওয়ানডে সুপার লিগে শীর্ষে আটে থাকতেই হবে। এমন কঠিন চ্যালেঞ্জে সহজ শুরু হলো টাইগারদের।

ওয়ানডে সুপার লিগে বর্তমানে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন ম্যাচ খেলে সব কটিতেই জিতে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট এখন ৩০।

সমান ৩০ পয়েন্ট আছে ইংল্যান্ডেরও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় ইংলিশরা বাংলাদেশের পেছনে তিন নম্বরে। দলগুলোর মধ্যে বাংলাদেশের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.৮৯৩)। ইংল্যান্ডের নেট রানরেট +০.৭৯।

বাংলাদেশ-ইংল্যান্ডের পর চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান। ৩ ম্যাচে তাদের ২০ পয়েন্ট। ২ ম্যাচে ২০ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় আফগানিস্তান পাঁচ নম্বরে।

জিম্বাবুয়ে ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, আয়ারল্যান্ড ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম, ভারত ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে (স্লো ওভার রেটের কারণে এক পয়েন্ট কাটা গেছে) অষ্টম অবস্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে তিন ম্যাচেই হারায় কোনো পয়েন্ট পায়নি, তারা আছে নয় নম্বরে।

বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল চারটি করে তিন ম্যাচের ‘হোম অ্যান্ড এওয়ে সিরিজ’ খেলবে। ১২ দলের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরিই খেলতে পারবে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষ বাকি সাত দল তাদের সঙ্গে সরাসরি যোগ দেবে।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিল

১/ অস্ট্রেলিয়া- ৬ ম্যাচে ৪০ পয়েন্ট (+০.৩৪৭)
২/ বাংলাদেশ- ৩ ম্যাচে ৩০ পয়েন্ট (+১.৮৯৩)
৩/ ইংল্যান্ড- ৬ ম্যাচে ৩০ পয়েন্ট (+০.৭৯)
৪/ পাকিস্তান- ৩ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৭৪১)
৫/ আফগানিস্তান- ২ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৪৩৮)
৬/ জিম্বাবুয়ে- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৭৪১)
৭/ আয়ারল্যান্ড- ৫ ম্যাচে ১০ পয়েন্ট (-১.১৭৫)
৮/ ভারত- ৩ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৬৯৩)
৯/ ওয়েস্ট ইন্ডিজ- ৩ ম্যাচে ০ পয়েন্ট (-১.৮৯৩)

বাকি দলগুলো এখন পর্যন্ত সুপার লিগে কোনো ম্যাচ খেলেনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...