বিশ্বজুড়ে কারাবন্দি ৩২ নারী সাংবাদিকের মুক্তি দাবি বিওজেএ’র

boja-logo

পিবিএ, ঢাকা : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি ৩২ জন নারী সাংবাদিকের মুক্তি দাবি করেছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোয়িশন-বিওজেএ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক সংগঠনটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহিম সরকার বলেন, ‘অন্যের রাজনৈতিক অধিকার আদায় কিংবা মানবাধিকারকে সমুন্নত রাখতে গিয়ে কারারুদ্ধ এসব নারী সাংবাদিকের মুক্তির লক্ষ্যে সারা পৃথিবীর সচেতন জনগোষ্ঠির অনতিবিলম্বে এগিয়ে আসা উচিৎ।

বিওজেএ’র নেতৃবৃন্দ বলেন, কারাবন্দি নারী সাংবাদিকরা বন্দি শিবিরে প্রায়ই নির্যাতন ও অযাচিত তল্লাশির শিকার হচ্ছে যা সতিই অনেক আশঙ্কা ও উদ্বেগের। মানবাধিকার নিয়ে যারা সারা বিশ্বে হৈচৈ ফেলে দেন, সময় এসছে আজ কারাবন্দি ৩২ নারী সাংবাদিকের জন্য নতুন কোন কর্মসুচির মাধ্যমে মুক্তির পথ সুগম করার। বিওজেএ’র নেতারা অবিলম্বে দেশে দেশে আটক ৩২ নারী সাংবাদিকের বিনা শর্তে আশু মুক্তি কামনা করেন।

মুক্তির পাশাপাশি নারী সাংবাদিকদের নিরাপত্তা দানের ক্ষেত্রেও রাষ্ট্রের দায় রয়েছে বলে উল্লেখ করেন তারা। বিওজেএ’র নেতৃবৃন্দ বলেন, এই নারী সাংবাকিদের দিশা ভেবে হাজারো নারী তাদের বিপরীতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবে। তাই এ বিষয়ে তারা নারী জাগরণের প্রতীক প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...