বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়ালো

পিবিএ ডেস্ক: চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়ার ৯ মাসের মধ্যে বিশ্বে নতুন করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ২ হাজার ১৪১ জন ছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা এক লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫৯ হাজার ৫৭৬ জনে।

মৃত্যুর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। করোনাভাইরাসে এখানে মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৫৩৯ জনের। দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪১ লাখ ৯৭ হাজার ৮৮৯ জন।

মৃত্যুর সংখ্যায় ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত। এ দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭৪ হাজার ছুঁইছুঁই করছে। ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন শনাক্ত রোগী নিয়ে আক্রান্তের তালিকায় ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে আছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...