আন্তর্জাতিক বাজারে গেল সাত মাসে একেবারে নেমে গেছে সোনার দাম। আলোচ্য কর্মদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৮৪০ ডলার ৪৯ সেন্টে। গত ১০ মার্চের পর যা সবচেয়ে কম।
একই দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৫৬ ডলার ২০ সেন্টে।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর বেড়েছে। দেশটির অর্থনীতিও মন্থর রয়েছে। ফলে স্বর্ণের মূল্য ব্যাপক হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা ৬ কার্যদিবসে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমলো।
এর আগে গত সপ্তাহে সাপ্তাহিক ভিত্তিতে ২০২১ সালের পর স্বর্ণের সবচেয়ে বেশি পতন হয়। সবমিলিয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দুঃসময়ের বন্ধু ধাতুটি দর হারায় ৩ দশমিক ৭ শতাংশ।
টেস্টিলাইভের সামষ্টিক অর্থনীতির বৈশ্বিক প্রধান ইলিয়া স্পিভাক বলেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে। বিশ্বের অন্যান্য বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলোও সেই ইঙ্গিত দিয়েছে। তাতে মূল্যবান সম্পদ বুলিয়ন বাজার চাপে পড়েছে।
এরইমধ্যে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে ডলারের মান। একই সঙ্গে বিগত ১৬ বছরে সর্বাধিক শিখরে পৌঁছেছে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।