পিবিএ,ইবি প্রতিনিধি: জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পতিত ফ্যাসিবাদ কর্তৃক প্রতিষ্ঠিত বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। অনতিবিলম্বে সেসকল বিকৃত ইতিহাস ছুড়ে ফেলে নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি করেন তিনি।
এস এম সুইট বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরেও এখনো সেসকল ইতিহাস পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে একটি নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক।
একই সাথে তিনি জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, বিভাগগুলোর কমিটি অব কোর্সেস এর সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করেছি। তিনি জুলাইয়ের ইতিহাস পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, সমন্বয়কদের দাবি যৌক্তিক। আমি তাদের এ দাবিকে সমর্থন জানাই। পাঠ্যসূচির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আর সিলেবাস পরিবর্তনের দায়িত্ব বিভাগের একাডেমিক কমিটির। এখানে প্রশাসন কিছু করেনা। তবে উপাচার্য এ বিষয়ে উদ্যোগ নিচ্ছেন।