বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও র‍্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে রিট

পিবিএ,ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ এবং র‌্যাগিং বন্ধের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন।

হাইকোর্ট
হাইকোর্ট

এই রিটে নির্মম নির্যাতনের পর মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারি আইনজীবী ইউনুস আলী আকন্দ।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনকে এই রিটে বিবাদী করা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...