বিশ্বের প্রথম করোনাভাইরাস গেম চালু

পিবিএ,ডেস্ক: কমবেশি সব শিশুই কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে। প্রতিদিনই নিত্য নতুন গেমের সঙ্গে তারা পরিচিত হচ্ছে অনলাইনে। করোনা সংক্রমণের এই সময় তাদের জন্য বিশ্বের প্রথম করোনাভাইরাস গেম বানালেন ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। রিচার্ড ওয়াইজম্যান নামের ওই শিক্ষক শিশুদের জন্য ‘ক্যান ইউ সেফ দ্য ওয়াল্ড ‘নামে এমন একটি গেম চালু করেছেন যা তাদের সামাজিক দুরত্ব বোঝাতে সাহায্য করবে।
রিচার্ড ওয়াইজম্যান জানান, লকডাউন চলাকালীন সময়ে তিনি বৃটেনে একবার হাঁটতে বের হয়েছিলেন। তখন পথচারী এবং সাইকেল আরোহীর ধাক্কা খাওয়ার বিষয়টি তার কাছে কম্পিউটার গেমের মতো মনে হয়েছিল। তখনই ওই গেমের আইডিয়া তার মাথায় আসে।

ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের মনোবিজ্ঞানের অধ্যাপক ওয়াইজম্যান বলেছেন, গবেষণায় দেখা গেছে,যেসব গেমে সামাজিক ইতিবাচক আচরণকে উৎসাহিত করে সেগুলো বাস্তব দুনিয়াতেও মানুষকে প্রভাবিত করতে পারে।
ডিজাইনার মার্টিন জ্যকবকে নিয়ে করা ওয়াইজম্যানের সেই গেমটি এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে অনলাইন দুনিয়ায়। তিনি বলেন,‘ভয়ঙ্কর বার্তা পৌঁছে দেয়ার এটা বেশ মজার উপায়।’
অধ্যাপক ওয়াইজম্যান জানান, অনেক গবেষণায় দেখা গেছে, ভিডিও গেমের মাধ্যমে যদি বার্তা নির্দিষ্ট উপায়ে দেয়া হয় তাহলে তা মানুষকে বিশেষ করে শিশুদের জীবনে সত্যিকারের প্রভাব ফেলে।
গেমটির নির্মাতারা যারা একটি অ্যাপ তৈরির চেষ্টা করছেন, তারা বলছেন সরকার, স্কুল এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ সামাজিক দূরত্বকে উত্সাহিত করতে গেমটি ব্যবহার করতে পারে । তাদের মতে, লকডাউন তোলার পর সামাজিক দুরত্ব বজায় রাখতে এটি বেশ কাজে লাগবে।

গেমটিতে ব্যস্ত রাস্তায় কীভাবে পথচারী, সাইকেল আরোহী এবং মানুষের হাঁচি-কাশি এড়িয়ে চলা যায় সেটা দেখানো হয়েছে। গেমটির প্রধান লক্ষ্য যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানো। গেমটিতে নিজেকে রক্ষার পাশাপাশি যত বেশি মানুষকে বাঁচানো যাবে গেমের স্কোর তত বাড়তে থাকবে।

ওয়াইম্যান জানান, শুক্রবারে চালু করার পর এখন পর্যন্ত ১৫ হাজার মানুষ গেমটি খেলেছেন। যদিও খেলাটি শিশুদের উৎিসাহিত করার জন্য, কিন্তু বড়রাও গেমটি খেলছেন। সেই সঙ্গে টুইটারেও পোস্ট দিচ্ছেন। সূত্র : এনডিটিভি
পিবিএ/এএম

আরও পড়ুন...