পিবিএ ডেস্ক : মুখজুড়ে বয়সের বলিরেখার আঁকিবুকি। সময় ছাপ পড়েছে শরীরেও। তবে, বার্ধক্য কাবু করতে পারেনি এখনও। বয়স তার কাছে নেহাত সংখ্যা ছাড়া কিছু নয়। তার চলতি বয়স ১১৬ বছর। আরও নির্ভুল বললে, ৯ মার্চ ২০১৯ সাল পর্যন্ত হিসেবে তার বয়স ১১৬ বছর ৬৬ দিন। নাম কেন তানাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে, জাপানি এই মহিলাই এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত মহিলা। পুরো বিশ্বে আর কারও সন্ধান মেলেনি, যিনি জেন তানাকার থেকেও বয়সে প্রবীণ।
আট ভাইবোনের বোনের মধ্যে কেন সপ্তম সন্তান। ১৯২২ সালে হাদি তানাকার সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়েন তিনি। নিজের গর্ভে চার সন্তান। আরও এক সন্তানকে দত্তক নেন। পাঁচ সন্তানের জননী আজও নিজের কাজ নিজে করেন।
শীত-গ্রীষ্ম-বর্ষা ঘড়ি ধরে ভোর ৬টায় উঠে পড়েন। কোনও আলসেমি নয়। নিজের কাজ সেরে অবসরে চলে গণিতের চর্চা। ১১৬ বছর বয়সেও সেই গণিতচর্চার বিরাম নেই। মাথায় কিলবিল করে খেলে প্রিয় সংখ্যারা
পিবিএ/জিজি