বিশ্বের সবচেয়ে ছোট মিউজিয়াম, কি আছে এখানে?

little-musiam-PBA

পিবিএ ডেস্ক: আপনার শহরে কি এখনো টেলিফোন বুথ আছে? নেই তো! কারণ সবার হাতেই তো স্মার্টফোন। বক্সগুলো এখন আর তেমন একটা চোখে পড়ে না। স্মার্টফোনের যুগে এমন ৪৩টি ‘অকেজো’ টেলিফোন বুথ বাতিল করে দিয়েছে ব্রিটিশ টেলিকমিউনিকেশন।

তবে বাতিল বলে জঞ্জালে ফেলে দেওয়া হয়নি এই ‘অকেজো’ টেলিফোন বুথগুলোকে। কারণ এগুলোকে বাঁচাতে উদ্যোগী হয় ‘ওয়ারলে কমিউনিটি অ্যাসোশিয়েশন’ নামের একটি সংস্থা।

২০০৮ সালে এই সংস্থার পথ চলা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে স্থানীয় ঐতিহ্য বা বিশেষ নিদর্শনের সংরক্ষণ করাই এই সংস্থার মূল উদ্দেশ্য। এই ‘ওয়ারলে কমিউনিটি অ্যাসোশিয়েশন’-এর উদ্যোগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে পশ্চিমে একটি টেলিফোন বুথকে সংগ্রহশালা হিসেবে তৈরি করা হয়েছে।

পশ্চিম ইয়র্কশায়ারে ‘দ্য মেপোল ইন’-এর সামনে রাখা নানারকম ঐতিহাসিক সামগ্রী দিয়ে সাজানো এই সংগ্রহশালাটি আয়তনে মাত্র ৩৬ বর্গফুট। সংস্থার একদল উৎসাহী সদস্যের আন্তরিক প্রচেষ্টায় প্রতি ৩ মাস পর পর সংগ্রহশালার সব সামগ্রী বদলে ফেলে আবার নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়। এর চেয়ে ছোট সংগ্রহশালা দেখেছেন কোথাও!

পিবিএ/এফএস

আরও পড়ুন...