বিশ্বের সুন্দর স্টেডিয়াম হবে পূর্বাচলে

পিবিএ,ডেস্ক: চলতি মাসেই পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি বুঝে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আগামী শীত মৌসুমের সময় শুরু হবে স্টেডিয়ামের নির্মাণ কাজ। ২০২২ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হবে বলে বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) মিরপুরের হোম অব ক্রিকেটে স্টেডিয়ামের প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা শেষে তথ্যগুলো দেন বিসিবি’র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

তিনি আরো বলেন, ‘ আমাদের ইচ্ছে এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে যেটা শুধু এই রিজন কেন, পুরো বিশ্বের মধ্যে সুন্দর স্টেডিয়াম হবে। যেহেতু এটা গ্রিন ফিল্ড স্টেডিয়াম, সেহেতু এখানে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে।

কবে নাগাদ স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে সেই প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি অলরেডি একটা কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওই কনসেপ্ট ড্রইংটাকে এনলার্জ করা এবং এর মধ্যে আমাদের অন্য যে জিনিসগুলো থাকবে, ড্রেসিংরুম বলেন বা যাই বলেন, সেগুলোকে আরও ডিটেইল করা। বিসিবি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা স্টেডিয়াম থাকবে। আর একটা একাডেমি গ্রাউন্ডের মতন থাকবে। তার মানে আমরা দুটো মাঠ পাব। ওই জিনিসগুলো অলরেডি বিসিবি ডিসাইড করেছে।’

মাঠের নির্মাণ কাজ শেষ হতে কত সময় লাগবে এ নিয়ে মাহবুব আনাম বলেন, ‘আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই শেষ করব। তবে আড়াই বছরের মধ্যেই আশা করছি হয়ে যাবে।’

সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের মধ্যে বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়ামটি দৃশ্যমান হবে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...