পিবিএ ডেস্ক: ইরাকের ঐতিহ্যবাহী শহর ব্যাবিলনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভূক্ত করেছে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কো। শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ব্যবিলনকে যুক্ত করার বিষয়ে ভোট দেন। এ তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১০০০টি স্থানকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিশ্ব ঐতিহ্যের তালিকায় ব্যাবিলনকে অন্তর্ভূক্ত করার বিষয়ে প্রচেষ্টা চালিয়ে আসছিল ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়। ৪ হাজার ৩০০ পুরনো ব্যাবিলন ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে অবস্থিত। প্রাচীন এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করায় ইরাকের স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী ইরাকের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র: এনপিআর