রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বেসরকারি এনজিও বাসা ফাউন্ডেশন। ‘বাদ যাবেনা একজনও’ প্রতিপাদ্যে স্যানিটেশন সংকট নিয়ে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করে এনজিওটি।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় মাহবুব মিয়ার উঠোনে জনসচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।
বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন।
বক্তারা বলেন, প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। এই বৈশ্বিক উদ্যোগ স্যানিটেশন সংকট নিয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। এখনো বিশ্বের বড় সংখ্যক মানুষ নিরাপদ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত। অনেকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম করেন যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই নিরাপদে পরিচালিত স্যানিটেশন ব্যবস্থা, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরির মাধ্যমে জনস্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।
জামালপুর পৌরসভার মাধ্যমে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় টয়লেট ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখছে বাসা ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কায্যক্রম বাস্তবায়িত করছে এই এনজিওটি।
আলোচনা সভায় কমিউনিটি পর্যায়ের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।