বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে র‌্যালী

পিবিএ,নোয়াখালী: শুক্রবার নোয়াখালীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আশরাফ সিদ্ধিকী বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, প্রধান বক্তা হিসেবে উস্থিত ছিলেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নজির উল্যাহ, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু, বর্তমান সহ-সভাপতি ইয়াকুব নবী ইমনসহ অনেকে।
সভায় বক্তারা, বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ স্বাধীর সাংবাদিকতা পেশা পালনের পরিবেশ সৃষ্টির আহবান জানান।
পরে প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পূনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখা মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে।

পিবিএ/ইএন/হক

আরও পড়ুন...