বিসিবির কোচের খোঁজে বিজ্ঞাপন

পিবিএ ডেস্ক: হাথুরুসিংহে,ডেভ হোয়াট মোর,কিংবা জেমি সিডন্স বাংলাদেশের অতীত এই কোচদের সঙ্গে স্টিভ রোডসের নামও যুক্ত রয়েছে। বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলা না হওয়াতে রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এখন বিজ্ঞাপণ দিয়ে নতুন কোচের সন্ধানে নেমছে সংস্থাটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ‘টাইগার ক্রিকেট ডট কম’-এ বিজ্ঞাপণটি দেয় বিসিবি। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তাদের জীবন বৃত্তান্ত বিসিবির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপণে আগ্রহী কোচদের বিশ্লেষণী ক্ষমতা, কম্পিউটারে দক্ষতা, যোগাযোগে দক্ষতাসহ ক্রিকেটারদের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা, রিপোর্ট লেখার দক্ষতার যোগ্যতা চাওয়া হয়েছে। আগ্রহী কোচকে অবশ্যই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসহ এলিট পর্যায়ের কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ২৬ তারিখ থেকে শ্রীলঙ্কায় শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে টাইগাররা খেলবেন অন্তরবর্তী কোচের অধীনে। এ ছাড়া আগামী নভেম্বরে ভারত সিরিজ আছে। এই সিরিজের আগে যেকোনো মূল্যে কোচ নিয়োগ করতে চায় বোর্ড।

২০১৮ সালের ২২ জুন থেকে মাশরাফীদের কোচের দায়িত্বে ছিলেন স্টিভ রোডস। প্রায় ১৩ মাস কাজ করেছেন টাইগারদের নিয়ে। কিন্তু বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের কারণে পূর্ণ মেয়াদ থাকতে পারেননি তিনি।

এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নেয় শেষ চারে ওঠার আগেই। আট ম্যাচ খেলে তিন জয়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...