পিবিএ ডেস্ক : বিশ্বে ঝড় তুলেছে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)। পাবজি গেমের নেশায় বুঁদ হয়ে পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতিরা। পাবজি যে শুধুমাত্র কোমলমতিদের মধ্যেই জনপ্রিয় তা কিন্তু নয়। কিশোর এবং যুবকরাও পাবজির নেশায় মোহাচ্ছন্ন। পাবজি গেমের নেশায় মত্ত বিয়ের পিঁড়িতে বসা এক বরকে।
যাকে ঘিরে এই আয়োজন সেই বরেরই কোনো দিকে খেয়াল নেই। পাশে তার নতুন বউ। চারিদিকে এ যুগলকে ঘিরে অতিথিরা। কোনোদিকেই আগ্রহ নেই বরের। তিনি একমনে নিজের মোবাইলে পাবজি খেলছেন। বরের কর্মকাণ্ডে কনে অনেকটাই বিরক্ত। এরইমধ্যে কেউ একজন উপহার নিয়ে বরের সামনে রাখতে সেটিকেও বিরক্তভরে সরিয়ে দেন তিনি।
এমন পাবজি পাগল বরের ভিডিওটি অনলাইনে শেয়ার হয়েছে অনেক। জানা গেছে ঘটনাটি ভারতের কোনো একটি বিয়ের আসরের। ভিডিওটি প্রথম শেয়ায় করা হয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে। এরপরই প্রায় ৫ লাখের বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি। তবে কমেন্টে অনেকেই ভিডিওটি মেকি (তৈরি করা) বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ইনিই আসল পাবজি খেলোয়াড়, তাকে বিরক্ত কোরো না।
পিবিএ/এমএস