বিয়ের কথা বলে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে মারধর

পিবিএ,পঞ্চগড়: পঞ্চগড়ে এক প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে শরীর রক্তাক্ত করেছে প্রেমিকের পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার (৮জুন) সকাল ৯টায় পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উওর বালাবাড়ি গ্রামে।

বিয়ের কথা বলে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে মারধর
লাকি বেগম

রক্তাক্ত অবস্থায় প্রায় তিন ঘন্টা প্রেমিক আরমান আলী সজিব (৩০) এর বাসার সামনে অচেতন ছিল প্রেমিকা লাকি বেগম। এরপর তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেকছ পাঠায়।

প্রেমিকা শারমিন সুলতানা লাকি (১৯) সাংবাদিকদের জানায় গত চার বছর ধরে আমি সজিব এর সাথে সর্ম্পক করেছি। বিভিন্ন সময়ে আমার সাথে দৈহিক মেলামেশা করেছে এবং গত মাসের ১২ তারিখে আমি গাইনি সেবা নিয়ে সন্তান নষ্ট করেছি। শনিবার (৮জুন) সকালে সাজিব আমাকে বাসা থেকে নিয়ে আসে বিয়ের কথা বলে।

সজিব বলল ঈদের জন্য বাসায় পরিবারের সবাই একত্র হয়েছি আজ আমরা বিয়ের ফয়সালা করব, আমি সজিব এর বাসায় ঢ়ুকে বিয়ের কথা বলতেই আমাকে সজিব এর বড় ভাই পারভেজ, বাবা, মা, বোনসহ পুরো পরিবার কেউ বাশের লাঠি কেউ চুল ধরে আমার সমস্ত শরীরে আঘাত করে রক্তাক্ত করেছে। আমাকে মারধরের সময় চক্রান্ত করে জুল নামের একটি ছেলে সজিবকে নিয়ে বাসা থেকে পালিয়ে যায় ।

এদিকে প্রেমিকা লাকির মা সাংবাদিকদের জানান, শনিবার (৮জুন) সকালে আমার মেয়েকে সুকৈৗশলে বাসা থেকে নিয়ে যায় সজিব। সজিব কয়েকবার আমার মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় সজিবরা বিওবান ও প্রভাবশালী, তাই লোকলজ্জার ভয়ে কিছু করতে পারিনি। ঘটনার বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান আমাকে এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা ফোন করেছেন অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নিব।

পিবিএ/আরআই

আরও পড়ুন...