বিয়ের খবর প্রকাশ্যে আনলেন জোভান, পাত্রী-কে?

ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতাদের একজন ফারহান আহমেদ জোভান। গতকাল শুক্রবার রাতে হঠাৎ নিজের বিয়ের খবর জানিয়েছেন। ভেরিফায়েড ফেসবুকে হবু স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। তবে আপাতত স্ত্রীর নাম-পরিচয় কিছুই জানাতে চাননি এই অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বিয়ের এই আয়োজন করলেও খুব শিগগিরই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনুষ্ঠানিকতা সারবেন।

এদিকে জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, এই অভিনেতার হবু স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। বাড়ি পুরান ঢাকায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের জানাশোনা ছিল। একসঙ্গে দুজনকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে। তবে বিয়ের আয়োজন দুই পরিবারের সম্মতিতে হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাতে জোভানের ফেসবুকে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন। ঝাপসা করে দেওয়া আছে মেয়ের মুখ। ক্যাপশনে তারিখ যুক্ত করে লিখেছেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ জোভানের পোস্ট করা সেই স্থিরচিত্রে আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬৬ হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য এসেছে ৮ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ১ হাজার ২০০। এদিকে জোভানের বিয়ের খবরের সেই পোস্টে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

গতকাল রাতে বিয়ের স্থিরচিত্র পোস্ট করার আগের দিন সন্ধ্যায় প্রকাশ হয় তাঁর অভিনীত বছরের প্রথম নাটক ‘বউয়ের বাড়ি’। ফেসবুকে নাটক–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে প্রচারণার অংশ হিসেবে সেই নাটকের স্থিরচিত্র ছড়ায়। নাটকের প্রচারণার ফাঁকেই সন্ধ্যায় চমকে দেন অভিনেতা। সাদাকালো যুগল স্থিরচিত্র পোস্টের পর অনেকেই ভেবে নিয়েছিলেন এটাও বুঝি প্রচারণার অংশ। কিন্তু নাটকটির পরিচালক জানান, স্থিরচিত্রটি তাঁর পরিচালিত নাটকের নয়।

উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান ২০১১ সালে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও। অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি।

আরও পড়ুন...