বিয়ের দিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু নবদম্পতির!‌

পিবিএ,ডেস্ক: বিয়ের পোশাক তখনও গা থেকে নামেনি। হার্লে মর্গ্যান আর রিয়ান্নোন ব্যুড্রিয়ক্সের পরনে তখন ডার্ক স্যুট এবং সাদা গাউন। দীর্ঘদিনের বন্ধুত্ব পরিণতি পেয়েছিল বিয়েতে। কিন্তু সেই বিয়ের দিনেই দুটো এক হওয়া হৃদয় ঝড়ে গেল!‌
ঠিক কী হয়েছিল?‌ জানা গিয়েছে, ১৯ বছরের মর্গ্যান বিয়ে করেছিলেন ২০ বছরের ব্যুড্রিয়ক্সকে। শুক্রবার বিয়ে করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চার্চ থেকে বেরোতে গিয়েই ট্রাকের ধাক্কায় প্রাণ যায় নব দম্পতির। অরেঞ্জ পুলিস ক্যাপ্টেন লঙ্গোলিস বলেন, ‘‌ওঁদের পেছনেই ছিল গোটা পরিবার। যে হলে রিসেপশনের আয়োজন করা হয়েছিল, সেদিকেই যাচ্ছিল ওঁরা। ওই নবদম্পতি আসলে ছোটবেলার সুইটহার্ট।’‌
পুলিস সূত্রে খবর, বরই চালাচ্ছিলেন গাড়ি। গাড়ির গতিও বেশ ভালই ছিল। ট্রাক এসে ধাক্কা মারার পরে বেশ কয়েকবার পালটি খায় ওঁদের গাড়িটি। তারপর ট্রাকটি তীব্র গতিতে বেরিয়ে যায়। ট্রাকটিকে এখনও আটক করা যায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...