পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের কিশারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত নুর উদ্দিন হৃদয় (১৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাত ওয়ালা টেন্ডল বাড়ির জয়নাল আবদীনের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩ এর ৯ (১) ধারায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ৮টায় ধর্ষিতা ও অভিযুক্ত ছেলেকে আপত্তিকর অবস্থায় স্থানীয় এলাকাবাসী সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রাম থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ধর্ষিতার অভিযোগ, “তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ২১ এপ্রিল হৃদয় তাকে বিবাহের কথা বলে তার সাথে বাহিরে দেখা করলে সে তাকে তার ইচ্ছা বিরুদ্ধে জোর-পূর্বক ধর্ষণ করে।”
এ বিষয়ে কােম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, “ধর্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃত হৃদয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/আরইউ/আরআই