বিয়ে করছেন দীলিপ কুমারের নাতনী

Sayesa

পিবিএ ডেস্ক : অজয় দেবগণের সঙ্গে ‘শিবায়ে’ ছবিতে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সায়েশা সায়গল। সেই সায়েশা এবার বিয়ে করতে চলেছেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তামিল অভিনেতা আর্য’র সঙ্গে বিয়ে করবেন সায়েশা। আগামী মার্চে বিয়ে করবেন তারা। আর্য’র সঙ্গে সায়েশার বয়সের তফাত অনেক। সায়েশার বয়স বর্তমানে ২১, আর আর্য’র ৩৮। অর্থাত্ ব্যবধান প্রায় ১৭ বছরের।

মার্চের ৯ তারিখে হায়দরাবাদে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু’জনে। শোনা যাচ্ছে ট্র্যাডিশন মেনে সনাতনী পদ্ধতিতেই বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে ‘গজনীকান্ত’ ছবির সেটে আলাপ হয় সায়েশা-আর্য’র। তখনই প্রেমের সূত্রপাত। আর্য ওরফে জামশাদ ছেত্রীকাথ অসংখ্য মালয়ালম ও তামিল ছবির পরিচিত নাম।

পিবিএ/ জিজি

আরও পড়ুন...